Thank you for trying Sticky AMP!!

সিলেট থেকে যুক্তরাজ্যপ্রবাসীর নমুনা আইইডিসিআরে

প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাস চিকিৎসার জন‌্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্যপ্রবাসীর (৫৫) নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ওই ব্যক্তির নমুনা পৌঁছায়।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই প্রবাসী হাসপাতালে ভর্তি হন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা। ৪ মার্চ তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে তিনি এসব উপসর্গে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁর রক্তসহ নমুনা সংগ্রহ করা হয়। রাতেই নমুনাগুলো ঢাকায় আইইডিসিআরের উদ্দেশে পাঠানো হয়।

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, হাসপাতালের কোয়ারেন্টিনে বর্তমানে ওই যুক্তরাজ্যপ্রবাসী একাই চিকিৎসাধীন। আজ ঢাকায় তাঁর নমুনা পৌঁছেছে।