Thank you for trying Sticky AMP!!

সিলেট বিভাগে ৪২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিলেট বিভাগে নতুন করে ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিভাগে গতকাল শ‌নিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুন‌া পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।


শনাক্ত ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫ হাজার ৭৯৫ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন ও সুস্থ হয়েছেন ৯৮ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৭৮ জন, সুস্থ হয়েছেন ৬৬৭ জন। সুনামগঞ্জ জেলায় শনাক্ত এক হাজার ১৭০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮২১ জন এবং মারা গেছেন ৯ জন। হবিগঞ্জ জেলায় শনাক্ত ৮৯৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮৪ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় শনাক্ত ৬৫৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৪ জন এবং মারা গেছেন ৮ জন।