Thank you for trying Sticky AMP!!

সীতাকুণ্ডে করোনায় যুবকের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) সংক্রমিত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই যুবকের বয়স ২৫ বছর। তিনি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। থাকতেন চট্টগ্রামের কাপ্তাইয়ে।

ওই যুবকের পরিবার জানায়, ২১ মে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া যুবকের বড় ভাই প্রথম আলোকে বলেন, তাঁদের বাবা কাপ্তাই পিডিবিতে চাকরি করেন। সে সূত্রে তাঁরা কাপ্তাই থাকেন। তাঁর ভাইয়ের দুটি কিডনিতেই সমস্যা ছিল। তাঁকে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস করতে হতো। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর অবস্থার আরও খারাপ হতে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, ওই যুবক সীতাকুণ্ডে থাকতেন না। আসা-যাওয়া তেমন ছিল না বলে জানতে পেরেছেন।

এর আগে গত রোববার উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ৭০ বছর বয়সী এক নারীর করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে সীতাকুণ্ডে করোনায় দুজনের মৃত্যু হলো।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় জানায়, গত ৮ এপ্রিল সীতাকুণ্ডে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়। ১৪ দিন চিকিৎসার পর তিনি করোনামুক্ত হন। এখন পর্যন্ত সীতাকুণ্ডে কোভিড-১৯ এ আক্রান্তে সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।