Thank you for trying Sticky AMP!!

সুখী পৃথিবীর সন্ধান করে ফোর্বসের তালিকায় মোরশেদ

কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ।

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত এশিয়ায় ‘৩০ অনূর্ধ্ব ৩০ (থার্টি আন্ডার থার্টি) ২০১৯’ তালিকায় বাংলাদেশের দুজন স্থান পেয়েছেন। তাঁদের একজন কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ। অপরজন অ্যাপভিত্তিক পরিবহন সেবা পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা হুসাইন মো. ইলিয়াস

ফোর্বস গতকাল মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে। তালিকায় গণমাধ্যম, বিপণন ও বিজ্ঞাপনমাধ্যম (মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং) বিভাগে রয়েছে মোরশেদের নাম।

মোরশেদ মিশু নামে কার্টুন আঁকেন আবদুল্লাহ আল মোরশেদ। ফোর্বস–এর এ তালিকায় তাঁর সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সালের শুরু থেকে মোরশেদ তাঁর ‘দ্য গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ’ সিরিজে ভয়ংকর ও মানবিক বিপর্যয়ের ছবিগুলোকে সুখের ছবিতে রূপান্তর করেছেন। এই সিরিজে এখন পর্যন্ত ১১টি ছবি এঁকেছেন তিনি।

আবদুল্লাহ আল মোরশেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘একজন শিল্পী হিসেবে এ তালিকায় স্থান পেয়ে মনে হচ্ছে বাংলাদেশকে তুলে ধরতে পেরেছি। বাংলাদেশি শিল্পী বলে এটি আমার জন্য গর্বের।’

বিভিন্ন যুদ্ধের অনেক ভয়াবহ ছবি গত বছর ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। আবদুল্লাহ আল মোরশেদ বলেন, ‘এই ছবিগুলো আমি দেখতে চাইতাম না। তাহলে কেমন ছবি দেখতে চাই? চাই সুখী মানুষের সুখের ছবি দেখতে।’

সেই ভাবনা থেকেই গত বছরের ফেব্রুয়ারি থেকে আবদুল্লাহ আল মোরশেদ গ্লোবাল হ্যাপিনেস সিরিজ আঁকা শুরু করেন। এই সিরিজ ৩০টি দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ব্যবসায়ী বাবা এম এ রাজ্জাক এবং গৃহিণী মা নিলুফার আক্তারের তিন ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট আবদুল্লাহ আল মোরশেদের জন্ম ১৯৯৩ সালের ২৯ জুলাই। মোরশেদ বর্তমানে রম্য ও কার্টুন সাময়িকী মাসিক উন্মাদ–এর সহকারী সম্পাদক।