Thank you for trying Sticky AMP!!

সুতায় লেখা জামদানির ইতিহাস

>বাংলাদেশের গর্ব জামদানি। এটি এমন এক শিল্পকর্ম যার সৌন্দর্যে মাত সারা বিশ্ব। ঢাকার হারিয়ে যাওয়া মসলিনের উত্তরসূরি এই জামদানি। জামদানির ব্যাপক উন্নয়ন ও প্রসার ঘটে প্রধানত মোঘল আমলে। সেই জামদানি নিয়ে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে চলছে উৎসব। ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শিরোনামের এই উৎসব গত ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে। উৎসবে জামদানি নিয়ে আলোচনা ছাড়াও প্রদর্শিত হচ্ছে জামদানি শাড়ি এবং জামদানি তৈরির নানা সরঞ্জাম ও উপকরণ। পাশাপাশি তুলে ধরা হয়েছে জামদানির ইতিহাস। উৎসব চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। ছবিগুলো রোববারের।
প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
প্রদর্শিত হচ্ছে জামদানি তৈরির নানা উপকরণ।
জামদানি তৈরি করছেন তাঁতীরা।
প্রদর্শিত হচ্ছে দুর্লভ জামদানি শাড়ি।
মিনিয়েচার চিত্রকর্মে জামদানির ইতিহাস।
প্রদর্শিত হচ্ছে জামদানির নানা মোটিফ।
জামদানির সাদা জমিনে কালো সুতার নকশা।
প্রদর্শিত হচ্ছে বিভিন্ন রং ও নকশার জামদানি শাড়ি।
প্রদর্শনীর শাড়িগুলো দেখছেন এক দর্শনার্থী।