Thank you for trying Sticky AMP!!

সুনামগঞ্জে শিশু ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

সুনামগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন আজ বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের আয়াকনুর ও মো. শফিক। তাঁরা দুজনই পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি ২০০৯ সালের ২০ জানুয়ারি স্কুল থেকে ফেরার পর গ্রামের পাশে গোবর কুড়াতে যায়। এ সময় ওই শিশুর সঙ্গে তার আরেক সহপাঠী ছিল। একপর্যায়ে আয়াকনুর ও শফিক ওই দুই শিশুকে তাদের কাছে ডেকে নেন। শফিক এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে সে কান্নাকাটি শুরু করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে অন্য শিশুটি এই দুজনের ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে আয়াকনুর ও শফিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায়।