Thank you for trying Sticky AMP!!

সুমনের জন্য হাত বাড়ান

জহির সুমন।

প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন জহির সুমন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন এ শিক্ষার্থী একজন ডিজাইনার। ৩৯ বছর বয়সী সুমন বৈশাখী টেলিভিশনে কাজ করতেন।

শৈশবে বাতজ্বরে আক্রান্ত হয়েছিলেন সুমন। পরিণত বয়সে রোগটি তাঁর শরীরে নানা জটিলতা তৈরি করে। হৃৎপিণ্ডের একটি ভালভ অকেজো হয়ে পড়েছে তাঁর। হৃদ্‌রোগ ও ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলাকালে তাঁর স্ট্রোক হয়। এখন তাঁর পরিস্থিতি সংকটজনক।

সামগ্রিক ঝুঁকি বিবেচনায় দেশের ডাক্তাররা সুমনের অস্ত্রোপচার করতে পারছেন না। বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। চিকিৎসার পুরো ব্যয় সুমনের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

দ্রুত বিদেশে নিয়ে না গেলে তাঁর আবার স্ট্রোক হওয়ার আশঙ্কা আছে।

সুমনের চিকিৎসায় সহায়তার জন্য তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠানো যাবে: নাজমুল হক রেজওয়ান, ব্যাংক এশিয়া, অ্যাকাউন্ট নম্বর ৫০৩১১০০৬০২৫। অ্যাকাউন্ট নাম: মো. জহিরুল হক, যমুনা ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর ০০০১০৩১০০৭০৭৫৯। বিকাশ ব্যক্তিগত অ্যাকাউন্ট: ০১৯১১৫৮৮৫৬৩।