Thank you for trying Sticky AMP!!

সূর্যমুখী ফুলের হাসি

>সবুজের মাঝে হলুদ সূর্যমুখী ফুল শোভা ছড়াচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায়। সদরের বটতলী সড়ক ও ঠাকুর ছড়াসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, সূর্যমুখী ফুলের বাগান পরিচর্যা করছেন অনেকেই। রাজেন্দ্র লাল রোয়াজা বাড়ির ছাদে ও বাগানে লাগিয়েছেন সূর্যমুখী ফুল। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ প্রথম আলোকে বলেন, সূর্যমুখী ফুল তেল বীজ জাতীয় ফসল। দেশের বিভিন্ন জেলায় তেল উৎপাদনের জন্য সূর্যমুখী ফুলের বাগান রয়েছে। তেল উৎপাদনের জন্য বিশেষ সূর্যমুখী ফুলের প্রয়োজন। বীজ সঠিক উপায়ে সংগ্রহ করা গেলে পাহাড়ে এই বাগান বাণিজ্যিকভাবে করা যেতে পারে। এ নিয়ে আজকের ছবির গল্প।
ফুলের কলি
বাড়ির ছাদে ফুল গাছের পরিচর্যা
একটু একটু করে ফুটছে সূর্যমুখী ফুল
ফুলের মাঝের অংশ দেখে মুগ্ধ হন সবাই
ফুলের টানে ভোমরা এসেছে
ফুলের পরিচর্যা চলছে
ফুটে আছে সূর্যমুখী ফুল