Thank you for trying Sticky AMP!!

সেই পলাশের দাফন সম্পন্ন

মো. পলাশ আহমদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত মো. পলাশ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাঁর নিজের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে তাঁকে দাফন করা হয়।

পলাশের বাবা পিয়ার জাহান সরদার জানান, প্রথমে ছেলের লাশ গ্রহণ করার ইচ্ছা না থাকলেও প্রশাসন লাশ নিতে বলায় গতকাল সোমবার রাতেই তিনি ছেলের লাশ নিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। পরে পতেঙ্গা পুলিশের কাছ থেকে লাশ নিয়ে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়িতে পৌঁছান। সকাল ৯টায় পলাশের দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রোববার বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দুই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে। সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। পরে তাঁর পরিচয় পাওয়া যায়। তাঁর নাম মো. পলাশ আহমদ। তাঁর বাবার নাম পিয়ার জাহান সরদার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুরে তাঁর বাড়ি।