Thank you for trying Sticky AMP!!

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরও এক লাশ উদ্ধার

সেন্ট মার্টিন দ্বীপ। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া

অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার পথে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে ট্রলারডুবির ঘটনায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ২০ থেকে ২৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার রাত নয়টার দিকে সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে লাশটি ভাসছিল। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার কাছাকাছি একই স্থান থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশটি উদ্ধার হয়।

এ নিয়ে এখন পর্যন্ত ১৪ নারী, ৩ শিশু ও এক যুবকসহ ১৮জনের লাশ উদ্ধার হলো। ডুবে যাওয়া ট্রলার থেকে বেঁচে ফেরা যাত্রীদের দেওয়া তথ্যমতে এখনো আরও ৪৭জন নিখোঁজ রয়েছেন।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক বলেন,সেন্টমার্টিন দ্বীপ থেকে দক্ষিণে ৬ কিলোমিটার দূরে শীলেরকুমে নামক এলাকায় গত মঙ্গলবার ১৩৮ জন যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন কোস্টগার্ড, নৌ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে শিশু ও নারীসহ ১৫ জনের লাশ উদ্ধার করে। জীবিত অবস্থায় ৭৩জনকে উদ্ধার করা হয়। এঁদের মধ্যে অধিকাংশই ছিল রোহিঙ্গা নাগরিক।

ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও নৌবাহিনী জাহাজ এবং ট্রলারের সহযোগিতাই উদ্ধার অভিযান চলমান রয়েছে।