Thank you for trying Sticky AMP!!

সোনালী ব্যাংকের সিবিএ নেতার বিরুদ্ধে অনুসন্ধান

সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সিবিএ নেতা মো. হাসান খসরুর বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে নামে-বেনামে প্রায় শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার দুদক সূত্র জানিয়েছে, সম্প্রতি কমিশন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে। দুদকের সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন তদারককারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
সূত্রটি জানায়, সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সিবিএ নেতা মো. হাসান খসরু ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে শিগগিরই এ সিবিএ নেতা ও তাঁর স্ত্রীকে নথিপত্রসহ জিজ্ঞাসাবাদ করা হবে।