Thank you for trying Sticky AMP!!

সোবহানবাগে পার্কিং-পারাপারে যাচ্ছেতাই!

রাজধানীর মিরপুর সড়কের ধানমন্ডি এলাকায় প্রাইভেট কারের লাগামহীন যত্রতত্র পার্কিং এবং চলাচলের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারী ব্যক্তিদের। সোবহানবাগ এলাকায় এ সমস্যা আরও প্রকট। সোবহানবাগ মসজিদের সামনে পদচারী-সেতুর নিচে ব্যক্তিগত গাড়ির লাগামহীন পার্কিং তো নিয়মিত চিত্র। এতে এ এলাকায় যানজট লেগেই থাকে। অন্যদিকে, পথচারীদের পদচারী-সেতু ব্যবহারে অনীহাও দেখা যায়। অল্প দূরত্বে পদচারী-সেতু থাকলেও ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হয়। ছবিগুলো মঙ্গলবার তোলা।

প্রাইভেট কারের লাগামহীন যত্রতত্র পার্কিং। দেখার যেন কেউ নেই!
যত্রতত্র পার্কিংয়ের কারণে এ এলাকায় যানজট লেগেই থাকে।
আশপাশের এলাকার শিক্ষার্থীদের নিয়ে এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন অভিভাবকেরা।
কিছুদূর হাঁটলেই পদচারী-সেতু, তবু ব্যবহারে কারও আগ্রহ নেই।
এ সড়কে উল্টো পথে হরহামেশা চলছে রিকশা।
সড়ক বিভাজনের ফাঁক গলে বের হয়ে সময় বাঁচান মোটরসাইকেলের এ চালক।
ব্যস্ত সড়কে মোবাইল দেখে চলছেন আপন মনে।