Thank you for trying Sticky AMP!!

সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ শুক্রবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল শুক্রবার ওই দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আল-আরাবিয়া ও আরব নিউজের খবরে এ কথা বলা হয়েছে।

একই সঙ্গে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক।

কাল শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।