Thank you for trying Sticky AMP!!

স্টামফোর্ডে নির্বাচনবিষয়ক কর্মশালা

নির্বাচন সাংবাদিকতা বিষয়ে ঢাকায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ক্যাম্পাসে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই কর্মশালায় সংবাদপত্র ও টেলিভিশন সংবাদে নির্বাচন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকেরা। বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শারমিন ইব্রাহিম কর্মশালায় ভোটের দিন ও ভোটের আগে সংবাদ সংগ্রহের জন্য একজন প্রতিবেদককে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এবং কোন বিষয়গুলোর ওপর নজর রাখতে হবে, সে ব্যাপারে দিকনির্দেশনা দেন।

অন্য আলোচকেরা বলেন, দিন দিন নির্বাচন সাংবাদিকতায় চ্যালেঞ্জ বাড়ছে। তাই এসব মোকাবিলায় আগামী দিনের সাংবাদিকদের দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনী আইন ও বিধিগুলো সম্পর্কে ভালো ধারণা রাখার পরামর্শ দেন তাঁরা।

কর্মশালায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নানসহ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তি