Thank you for trying Sticky AMP!!

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আইন ও বিচার

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে আফছার উদ্দিন (৫২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন।

আফছার উদ্দিন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। আফছারের স্ত্রীর নাম সখিনা বেগম। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ আগস্ট সকালে আফছার তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করানোর কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তাঁরা আর বাড়ি ফেরেননি। ২৭ আগস্ট রাতে আফছার খড়ের বেড়া কেটে নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় ছেলে–মেয়ে ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। আত্মহত্যার কারণ হিসেবে আফছার জানান, স্ত্রী সখিনাকে ১৬ আগস্ট দুপুরে নাটোর-মালঞ্চি রেললাইনের পাশে কৈগাড়ি মাঠের পাটখেতে হত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ আফছারকে গ্রেপ্তার করে। আদালত এই মামলায় সাতজনের সাক্ষ্য নেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মাসুদ হাসান বলেন, নির্মম ওই হত্যাকাণ্ডের ঘটনায় আফছার উপযুক্ত শাস্তি পেয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী হাসানুজ্জামান লাবলু বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পাননি। তাঁর পক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।