Thank you for trying Sticky AMP!!

স্বজনদের কাছে তাঁরা আর ফিরবেন না

ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এঁদের মধ্য ২৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণেই তাঁরা মারা গেছেন।

মৃত ব্যক্তিদের অধিকাংশের বয়স ৬০ বছরের বেশি। এঁদের মধ্যে ২৬ জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন। ২৪ জন মক্কায়, চারজন মদিনায় ও একজন জেদ্দায় মারা গেছেন।

বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী তাঁদের নামের তালিকা: রাজধানীর পল্লবীর সেলিম (৫৬), বগুড়ার সোনাতলার সালজার রহমান (৬১), কুমিল্লা মুরাদনগরের আবুল হাশেম (৬১), বগুড়া আদমদীঘির এম এস এম আফজাল হোসেন (৬৫), রাজধানী ঢাকার মোহাম্মদপুরের তাহমিনা নাসরিন (৪৮), কুমিল্লা ব্রাহ্মণপাড়ার মোহাম্মদ মহরম আলী (৬৪), ঢাকা দোহারের আবদুস সালাম (৫৩), চট্টগ্রামের পটিয়ার মাহমুদুল হক (৬৭), রাজশাহী গোদাগাড়ীর কুলসুম বেগম (৬৯), শরীয়তপুরের জাজিরার আবদুল মান্নান (৭১), কক্সবাজার সদরের শফিউজ্জামান (৬০), কক্সবাজার চকরিয়ার আবু তালেব (৮২), বরিশালের মুলাদির মো. আবদুল খালেক (৬৪), নাটোর লালপুরের জাহাঙ্গীর হোসাইন (৬৯), কুমিল্লার মনোহরগঞ্জের ফয়জুল্লাহ (৬৫), টাঙ্গাইল মির্জাপুরের এম এম লুৎফর রহমান (৬৪), সাতক্ষীরা কলারোয়ার মোহাম্মদ ইদ্রিস আলী (৬২), ময়মনসিংহ ফুলপুরের গোলাম মোস্তফা তালুকদার (৬২), বাগেরহাটের কচুয়ার আবদুল মালেক শেখ (৭৪), কুড়িগ্রামের রাজারহাটের মো. আবদুল জলিল (৭৪), সাতক্ষীরা তালার আনোয়ারা বেগম (৬৯), মাদারীপুর কালকিনির আবদুল জলিল মিয়া (৭৫), ফেনী সদরের মোহাম্মদ শাহজাহান (৬১), কুমিল্লা বরুড়ার আবদুল বারেক (৬১), গাজীপুর সদরের মো. আবুল হোসাইন (৬৫), নরসিংদী সদরের মোহাম্মদ আলী (৬১), সিরাজগঞ্জের কামারপাড়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন (৭০), নওগাঁর পত্নীতলার মো. আফসার আলী (৮৯) এবং বরিশালের উজিরপুরের মজিবুর রহমান খান (৬৩)।