Thank you for trying Sticky AMP!!

স্বাস্থ্য অধিদপ্তরকে ১১ হাজার পিপিই দিল ফরেন চেম্বার

এফআইসিসিআই সভাপতি রূপালী হক চৌধুরী স্বাস্থ্যসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার কাছে পিপিই হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরকে ১১ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফআইসিসিআই)। এর মধ্যে এক হাজার পিপিই মেডিকেল গ্রেডের বিশেষীকরণ করে তৈরি করা হয়েছে। আর বাকি ১০ হাজার পিপিই ডাক্তার, নার্স ও সংশ্লিষ্ট হাসপাতালের কর্মীদের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়ছে।

আজ মঙ্গলবার এফআইসিসিআই সভাপতি রূপালী হক চৌধুরী স্বাস্থ্যসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পিপিই হস্তান্তর করেন। এ সময় আারো উপস্থিত ছিলেন এফআইসিসিআইয়ের নির্বাহী সদস্য শ্বেপা ভৌমিক, নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির প্রমুখ। এফআইসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

এফআইসিসিআই সভাপতি রূপালী চৌধুরী বলেন, 'আমরা বিশ্বাস করি এই চ্যালেঞ্জিং মহামারী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্যসেবা অধিদফতরসহ সংশ্লিষ্ট সব পেশাদার চিকিৎসা সেবকদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ওষুধ প্রশাসনের নির্দেশনায় স্থানীয়ভাবে এই উচ্চমানের পিপিই তৈরিতে সহায়তা ও নির্বিঘ্নে সরবরাহের জন্য তিনি ইয়ংওয়ান্স বাংলাদেশকে ধন্যবাদ জানান।'