Thank you for trying Sticky AMP!!

স্বাস্থ্য অধিদপ্তরের ৬ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ মুন্সিসহ চারজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁদের তলব করে চিঠি পাঠিয়েছেন অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক সামছুল আলম।

দুদক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের ২৮ ও ২৯ জুলাই সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

২৮ জুলাই হাজির হতে বলা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ মুন্সি, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা কবির চৌধুরী, হুমায়ুন চৌধুরী ও জালাল উদ্দিনকে।
২৯ জুলাই হাজির হতে বলা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের ভান্ডার ব্যবস্থাপক হেলাল তরফদারকে।