Thank you for trying Sticky AMP!!

সড়কে শৃঙ্খলা ফেরেনি

>আজকের এই দিনে—গত বছর রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় মারা যায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম (মীম) ও আবদুল করিম রাজীব মারা যায়। দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এরপর ৯ দফা দাবিতে টানা নয় দিন আন্দোলনে ছিল আন্দোলনকারীরা। আন্দোলনের মুখে সড়কে কিছুটা শৃঙ্খলা দৃশ্যমান হয়েছিল। তারপর সড়ক তার আগের রূপে ফিরে যায়। সড়কে শৃঙ্খলা ফেরেনি—তারই চিত্র তুলে ধরা হলো এই ছবির গল্প। ছবিগুলো রোববার ও সোমবারের।
নতুন বাজার এলাকায় মাঝসড়কে বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। ছবি: দীপু মালাকার
পদচারী সেতু ব্যবহার না করে সড়ক বিভাজকের ফোকর গলে সড়ক পার হচ্ছেন এক পুলিশ সদস্য। নতুন বাজার এলাকার চিত্র। ছবি: দীপু মালাকার
নদ্দা এলাকার জেব্রা ক্রসিংয়ের ওপর থেমে আছে যানবাহন। ছবি: দীপু মালাকার
প্রগতি সরণিতে যত্রতত্র সড়ক পার হচ্ছেন পথচারীরা। ছবি: দীপু মালাকার
যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বাসের চাপায় নিহত হন বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। সেখানে একটি পদচারী সেতু তৈরির কাজ চলছে। ছবি: দীপু মালাকার
মহাখালী এলাকার ফুটপাতে চলছে মোটরসাইকেল। ছবি: দীপু মালাকার
মহাখালী এলাকার পদচারী সেতু ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন দুই তরুণী। ছবি: দীপু মালাকার
পথচারীরা যাতে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হতে না পারেন সে জন্য বিমানবন্দর সড়ক বিভাজকের ওপরে বেষ্টনী স্থাপন করা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের চিত্র। ছবি: আবদুস সালাম
রেডিসন ব্লু হোটেলের সামনের সড়কের চিত্র। উল্টো পথে এসে ইউটার্ন নিচ্ছে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশা। ছবি: আবদুস সালাম
বেপরোয়া বাসের চাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম (মীম) ও আবদুল করিম রাজীব স্মরণে দুর্ঘটনাস্থলে টাঙানো ব্যানার। ছবি: আবদুস সালাম