Thank you for trying Sticky AMP!!

অবরুদ্ধ সড়ক, নাকাল নগরবাসী

ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। যানবাহন থেকে নেমে প্রখর রোদের মধ্যে ছোট্ট শিশুকে নিয়ে হেঁটে যাচ্ছেন এক বাবা। ছবিটি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম বেশির ভাগ সড়কই অবরোধ করে রেখেছেন। ফলে ঢাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়ক বন্ধ থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। 

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ছবি: জাহিদুল করিম

রাজধানীর বিমানবন্দর সড়ক, উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়ক, গ্রিন রোড-পান্থপথ সড়ক, রামপুরা সড়ক, মিরপুর সড়ক, সাতমসজিদ সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে পান্থপথ মোড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘর থেকে বের হওয়া মানুষকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়। ছবি: জাহিদুল করিম

প্রধান প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখায় বেলা ১১টার পর থেকে সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। ধানমন্ডি, কাকলী মোড় ও গ্রিন রোডের কাছে পুলিশ শিক্ষার্থীদের সড়কের এক পাশে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালালেও সফল হয়নি। উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অবরুদ্ধ থাকায় বিদ্যালয় থেকে ফেরার পথে ভোগান্তিতে পড়ে ​ছোট ছোট শিক্ষার্থীরা। ছবি: জাহিদুল করিম


বনানীর চেয়ারম্যানবাড়ি ও কাকলী মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এই সড়কে গাড়ি চলাচল করছে না। আবির ও জাকির নামের দুজন যাত্রী বললেন, তাঁদের বাসটি মহাখালীর আমতলী এলাকায় আসার পর যানজটে পড়ে। প্রায় ২০ মিনিট গাড়িতে বসে থাকার পর তাঁরা দুজনই হেঁটে বনানীর উদ্দেশে রওনা হয়েছেন।

সড়কে যানবাহন চলছে না। অগত্যা পায়ে হেঁটেই বাড়ি ফিরছে বিদ্যালয়ের ছাত্রীরা। ছবি: জাহিদুল করিম


রাজধানীর গ্রিন রোডে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন। এতে যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। ছবি: জাহিদুল করিম

ঢাকা-ময়মনসিংহ সড়ক ও ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এই সড়ক উন্মুক্ত করতে পুলিশ কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি।

আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রোববার থেমে থাকা একটি লেগুনায় উঠে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। ছবি: আশরাফুল আলম

মিরপুর ও রামপুরা রোডে গাড়ি চলছে না। সেখানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর একটি সড়কে যানজটে আটকা অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর দুর্ভোগ। ছবি: আশরাফুল আলম