Thank you for trying Sticky AMP!!

হবিগঞ্জে হত্যা মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুনাইদ আহমেদকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাসিম রেজা আজ সোমবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার সাতাইল গ্রামের বাদশাহ মিয়া (৪০), দেবপাড়া গ্রামের রাহুল মিয়া (৩৫) ও ফরিদ মিয়া (৪৫)। ফরিদ মিয়া ছাড়া অন্য দুই আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়েছে। ফরিদ মিয়া যুক্তরাজ্যে পলাতক বলে আদালত সূত্রে জানা গেছে।

নিহত জুনাইদ আহমেদ নবীগঞ্জ উপজেলার সাতাইল গ্রামের বাসিন্দা।

মামলার সরকারি আইনজীবী আবদুল আহাদ ফারুক রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ জুলাই জুনাইদ নিখোঁজ হন। ১১ জুলাই হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের কাছে জুনাইদের খণ্ডবিখণ্ড লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মোজাহিদ আহমদ বাদী হয়ে হবিগঞ্জের আদালতে একটি হত্যা মামলা করেন। মামলায় চারজন আসামির নাম উল্লেখ ছিল। তদন্ত শেষে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।