Thank you for trying Sticky AMP!!

হাইকোর্টের আদেশ স্থগিত চাইবে রাষ্ট্রপক্ষ

ফাইল ছবি

যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। কাল শনিবার সকাল ১০টায় চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি করা হবে।

আজ শুক্রবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে এ কথা জানান।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের একটি একক বেঞ্চ সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিতের আবেদন মঞ্জুর করেন। নিম্ন আদালতের দেওয়া রায় আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবিয়ার দণ্ড ও সাজা স্থগিত করা হয়।

অবশ্য এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিএনপির ৫ নেতার সাজা ও দণ্ড স্থগিতের আবেদন খারিজ করে দেন। আদালত বলেন, সংবিধান অনুযায়ী ২ বছর বা এর বেশি সময়ের জন্য দণ্ড পাওয়া ব্যক্তির আপিল আবেদন বিচারাধীন থাকলে দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর আদেশের বিরুদ্ধে ওই ৫ নেতার একজন আপিল করলে আপিল বিভাগ কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকে।

সাবিরা সুলতানার আইনজীবী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ যে চেম্বার আদালতে আবেদন করবেন, সে বিষয়ে তাঁকে অবহিত করেছেন।