Thank you for trying Sticky AMP!!

হাওরের মাঠে ঘোড়ার দৌড়

>সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের বাসিন্দাদের উদ্যোগে খাসমৌজা হাওরের মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। প্রতিবছরের এই সময়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এমন আয়োজন উপভোগ করেন এলাকাবাসী। ঘোড়দৌড় দেখার জন্য ভিড় জমান দর্শনার্থীরা। দিনভর এমন আয়োজন ঘিরে চলে আনন্দ-উৎসব। ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়সওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্যই থাকে বিশেষ পুরস্কার। ঘোড়দৌড় উপলক্ষে মাঠে পসরা সাজিয়ে বসেন খাবারের দোকানিরা। সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ঘোড়া নিয়ে এই আয়োজনে অংশ নিতে আসেন ঘোড়ার পেশাদার মালিকেরা। সকালে শুরু হওয়া এই আয়োজন শেষ হয় বিকেলে। হাজারো মানুষ মাঠে বসে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করেন।
ঘোড়ার মালিক প্রতিযোগিতার জন্য ঘোড়াকে মাঠে আনছেন।
শুরু হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড়।
ঘোড়ার পিঠে উঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়সওয়াররা।
দিনভর এমন আয়োজন ঘিরে চলে আনন্দ-উৎসব।
মাঠে বসে দোকানপাট।
প্রথম হওয়ার লক্ষ্যে তুমুল প্রতিযোগিতায় ঘোড়সওয়াররা।
সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলা।
প্রতিযোগিতা শেষে ঘোড়ার জন্য ভালোবাসা এক ঘোড়সওয়ারের।