Thank you for trying Sticky AMP!!

হাওরে ধান তোলা উৎসব

>সিলেটের হাওরে বৈশাখের প্রথম দিন থেকেই চলছে বোরো ধান কাটা। চারদিকে এখন উৎসবের আমেজ। হাওরের পুবালি বাতাসে এখন পাকা ধানের মনমাতানো গন্ধ। হাওরপারের কৃষকের মন এখন ফুরফুরে। সেই মধুর ক্ষণগুলো ক্যামেরাবন্দী করে এখানে তুলে ধরা হলো।
সিলেট শহরতলির কয়েকটি হাওরে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। চলছে হাওরে ধান কাটা উৎসব।
ছোট-বড় সবাই ব্যস্ত এখন সোনালি ফসল নিয়ে।
বৈশাখ মাসজুড়ে হাওরে চোখে পড়বে এমন চিত্র।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় মনে আনন্দ নিয়েই ধান কাটছেন কৃষকেরা।
গত দুই বছরে আগাম বন্যায় হাওরের ধান ঘরে তুলতে পারেননি কৃষকেরা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিষান-কিষানি সবাই ব্যস্ত নতুন ধান গোলায় তুলতে।
সোনালি ধান মাথায় বা কাঁধে বয়ে নিয়ে আসা হয় ধান মাড়াইয়ের খলায়। এক দিকে ধান কাটা, অন্যদিকে মাড়াই।
দিনভর চলে ধান সংগ্রহের কাজ।