Thank you for trying Sticky AMP!!

হাজেরা 'আম্মা'র বাড়িতে

রাজধানীর উত্তর আদাবরে একটি ভাড়া বাসায় হাজেরা বেগম ৪০ সন্তান নিয়ে থাকেন। ছিন্নমূল ও অভিভাবকহীন শিশুদের আশ্রয় দেন হাজেরা। শিশুরাও তাঁকে আম্মা বলেই ডাকে। হাজেরার কাছে থাকা ৪০ শিশুর মধ্যে ৫ শিশুর মা বিভিন্ন বাড়িতে কাজ করেন। আর অন্যদের মায়েরা যৌনকর্মী হিসেবে কাজ করেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহায়তায় চলা ‘শিশুদের জন্য আমরা’ সংগঠনের সভাপতি হাজেরা বেগম। সাত সদস্যবিশিষ্ট একটি কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হচ্ছে। সংগঠনটি সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধন করা। হাজেরা বেগমের উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটির বয়স ১০ বছরের কাছাকাছি। ছবিগুলো গতকালের।