Thank you for trying Sticky AMP!!

হাতিরঝিল উড়ালসড়কে কাঁটাতার

রাজধানীর হাতিরঝিলের তেজগাঁও অংশের উড়ালসড়কের রেলিংয়ের দুই পাশেই বসানো হয়েছে কাঁটাতার। স্থানীয় ব্যক্তিরা ধারণা করছেন, বাইক পার্কিং করে রেলিংয়ে বসে আড্ডা দেওয়া বন্ধের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ধারালো এ কাঁটাতার পথচারী কিংবা যানবাহনে চলাচলকারীদের জন্য যেকোনো মুহূর্তে দুর্ঘটনারও কারণ হতে পারে বলে মনে করছেন অনেকেই। গত মঙ্গলবার দুপুরের ছবিগুলো তোলা।

উড়ালসড়কের রেলিংয়ের ওপর বসানো হয়েছে কাঁটাতারের বেড়া।
সেতুর ওপর সংযুক্ত কাঁটাতার বিপদের কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন।
বাইক পার্কিং করে রেলিংয়ে বসে আড্ডা দেওয়া বন্ধের জন্য এমন উদ্যোগ নেওয়া হতে পারে।
সন্ধ্যার পর আপত্তিকর আড্ডার বিষয়টি মাথায় রেখেই কাঁটাতার দেওয়া হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা মনে করেন।
তবে এ কাঁটাতারের বেড়া অনেকের জন্য বিপজ্জনকও হতে পারে।
সন্ধ্যার পর ছেলেমেয়েদের আপত্তিকর আড্ডার বিষয়টি মাথায় রেখে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন অনেকে।