আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি প্রয়োজন হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে হাসপাতালগুলোতে অভিযান পরিচালনার অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে এ ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ মঙ্গলবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে এই অনুরোধ করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আলোচনা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।