Thank you for trying Sticky AMP!!

হুট করেই গাড়িতে আগুন!

সাদা রঙের মাইক্রোবাসটি দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। হুট করেই গাড়িতে ধরে গেল আগুন, নিমেষেই ছড়িয়ে গেল তা। দাউ দাউ করে জ্বলতে শুরু করল মাইক্রোবাসটি। আশপাশের সবাই অবাক হয়ে দেখছিলেন তা, অনেকে ছবিও তুলছিলেন। অনেকখানি পুড়ে যাওয়ার পর স্থানীয় ব্যক্তিরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর আসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ততক্ষণে গাড়িটি পুড়ে শেষ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শান্তিনগরের মৌবন সুপার মার্কেটের ঠিক সামনে এ ঘটনা ঘটে। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটির কাছেই ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ চলছিল। স্থানীয় দোকানিরা জানিয়েছেন, ওয়েল্ডিংয়ের আগুন থেকেই রাস্তায় থেমে থাকা গাড়িটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, গাড়ির গ্যাস সিলিন্ডারে ফুটো ছিল।
দাউ দাউ করে জ্বলছে গাড়িটি।
গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে—একসময় এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
আবার যাতে আগুন না ধরে, তাই পানি দেওয়া হচ্ছে।
গাড়িতে আগুন ধরে যাওয়ার এই ঘটনায় কেউ হতাহত হননি।