Thank you for trying Sticky AMP!!

হোম কোয়ারেন্টিনে না থাকায় সৌদিপ্রবাসীকে অর্থদণ্ড

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হোম কোয়ারেন্টিন অমান্য করায় সৌদিপ্রবাসী এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার এ দণ্ড দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদ্য বিদেশফেরত যেকোনো ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। করোনোভাইরাস নিয়ন্ত্রণ এবং এর বিস্তার ঠেকাতে সরকার এই নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনা যথাযথ নিশ্চিত হচ্ছে কি না, তা দেখতে দুপুরে উপজেলা প্রশাসনের লোকজন সৌদিপ্রবাসী ওই ব্যক্তির বাড়িতে যান। এ সময় ওই ব্যক্তি হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও আইরিন আক্তার বলেন, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, সেটা সম্ভবও নয়। এ ক্ষেত্রে সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টিন অমান্য করার সাতজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।