Thank you for trying Sticky AMP!!

১ জনের পাহারায় ১২ জন!

পুরো ফাঁকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন একজন পরীক্ষার্থী। ২০১৬ সালের স্নাতক (পাস) পরীক্ষায় সরকারি মুজিব কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সখীপুর, টাঙ্গাইল, ৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুরে ২০১৬ সালের স্নাতক (পাস) পরীক্ষায় সরকারি মুজিব কলেজ কেন্দ্রে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার্থী একজন হলেও কেন্দ্রে ১২ জন দায়িত্ব পালন করেছেন বলে জানান ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

ওই পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান (২০)। তাঁর বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে। আজ বৃহস্পতিবার বেলা একটায় অর্থনীতি চতুর্থপত্র পরীক্ষায় অংশ নেন তিনি। ইসরাত সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী। তিনি স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় থানা থেকে প্রশ্ন তুলে পুলিশি পাহারায় কেন্দ্রে আনা হয়। কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারাও জারি ছিল।

কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও কেন্দ্রের পরীক্ষা পরিচালক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, একজন কেন্দ্রসচিব (অধ্যক্ষ), একজন ম্যাজিস্ট্রেট, একজন উপজেলা কর্মকর্তা, দুজন পরীক্ষা পরিচালক, একজন কক্ষ পরিদর্শক, দুজন পুলিশ, একজন করণিক, একজন হিসাবরক্ষক, দুজন পিয়ন দায়িত্ব পালন করেছেন। এঁদের ভাতাও দেওয়া হয়েছে।

আজ সাড়ে চারটায় পরীক্ষা শেষ করে একমাত্র পরীক্ষার্থী ইসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘একা একা পরীক্ষা দিতে ভালোই লেগেছে। জীবনে কখনো এভাবে একা পরীক্ষা দিইনি। অর্থনীতি বিষয়টি কঠিন বলে অন্য সহপাঠীরা নেয়নি। তিন বছর কলেজে একাই ক্লাস করতে হয়েছে।’