Thank you for trying Sticky AMP!!

২২ দলকে আবার আয়-ব্যয়ের হিসাব দিতে ইসির চিঠি

২২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের যে হিসাব জমা দিয়েছে, সেগুলোকে ত্রুটিপূর্ণ চিহ্নিত করেছে কমিশন। কমিশন এসব দলকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ৩১ আগস্টের মধ্যে আবার আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলেছে।
এ-সম্পর্কিত নির্বাচন কমিশন সচিবালয়ের চিঠি গতকাল বৃহস্পতিবার ওই দলগুলোর দপ্তরে পাঠানো হয়েছে।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী, প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলকে স্বীকৃত অডিট প্রতিষ্ঠান দিয়ে অডিট করিয়ে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। নিবন্ধিত ৪০টি দলের মধ্যে এ বছর ২৫টি দল নির্ধারিত সময়ে হিসাব জমা দেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৩১ আগস্ট পর্যন্ত হিসাব জমা দেওয়ার সময় বাড়ায়।
কমিশন সচিবালয় সূত্র বলেছে, ২২টি দলের হিসাব ত্রুটিপূর্ণ। দলগুলো অডিট প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করিয়ে হিসাব জমা দিলেও নথির অনেক জায়গায় অডিট প্রতিষ্ঠানের সিলমোহর বা সই নেই। এ কারণে এসব দলের প্রতিবেদন গ্রহণ করা হয়নি। এ দলগুলো হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ফ্রন্ট, জাতীয় পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), সাম্যবাদী দল (এমএল), জাকের পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।