Thank you for trying Sticky AMP!!

২২ ফেব্রুয়ারি থেকে ঢাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস

ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তিন সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধ আছে।  আবাসিক হল খোলা রেখে ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে৷ আগামী সপ্তাহেও বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম এই পদ্ধতিতেই চলবে৷ এরপর আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সশরীর শ্রেণি কার্যক্রম 'স্বাস্থ্যবিধি অনুসরণ করে' শুরু হবে৷

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর৷ বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের সশরীরে ক্লাস পুনরায় শুরু করার কথা বলা হলেও অন্য বর্ষগুলোর সশরীরে ক্লাস কবে শুরু হবে, সেই বিষয়ে কিছু বলা হয়নি৷ বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ালে ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপাতত সশরীরে ক্লাসে যাচ্ছে না৷ ক্লাস চলবে অনলাইনে৷ তবে হলগুলো ‘স্বাস্থ্যবিধি মেনে’ খোলা থাকবে৷