Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৯ জন, মৃত ৭

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৬ জন। আর দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত ১৩ হাজার ১৩৪ ব্যক্তি শনাক্ত হলেন।

দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার ৭০৬ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। আর ১৩ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯১ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ১০১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের করোনা পরীক্ষা করা হয়।

গতকাল বৃহস্পতিবার ৫ হাজার ৮৬৭ জনের করোনা পরীক্ষা করার কথা জানানো হয়েছিল।

সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৪ জনের নমুনা।

দেশে এখন ৩৫টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।