Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় মৃত্যু ২৮, শনাক্ত ১৫৩২ জন

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ৪৮০ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ১ হাজার ৫৩২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনায় সংক্রমিত ৩৩ হাজার ৬১০ জন শনাক্ত হলেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৮৭৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ নিয়ে সর্বমোট ৬ হাজার ৯০১ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ৯০৮ জনের করোনা পরীক্ষা করা হয়।

দেশে এখন ৪৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।