Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৮৭, মৃত্যু ৩৪

করোনাভাইরাস। প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৩৪ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনের করোনা শনাক্ত হলো। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৩৯৯ জন।

করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ রোববার এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

গতকাল শনিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়েছিল। এই সময়ে মারা যান ৩২ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৪টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৫৯টি নমুনা। আগের দিন ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। গত ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, আপনারা নমুনা পরীক্ষা করান। শুধু লক্ষণ বা উপসর্গ থাকলেই নয়, যাঁরা চিহ্নিত রোগীর কাছে যাবেন, তাঁরাও নমুনা পরীক্ষা করাবেন।’