Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় শনাক্ত ৩১১৪, মৃত্যু ৪২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় করোনাভাইরাসে ৪২ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়।

সব মিলিয়ে দেশে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ, ১০ জন নারী।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ৪ হাজার ১৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৮ জন।

আজকের ব্রিফিংয়ের তথ্যমতে, ১৪ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি নমুনা।

দেশে ৭১টি ল্যাবের (পরীক্ষাগার) মধ্যে ৬৩টির পরীক্ষার ফল পাওয়া গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আপনার সুরক্ষা আপনার হাতে।’