Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭০৬ ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭০৬ জন রোগী। এই হিসাব গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার বিকেল পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য এটি।

নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছে ৪৫ হাজার ৯৭৪ জন। আর এখন পর্যন্ত এ রোগে মারা গেছে ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশের হাসপাতালগুলোতে ৭ হাজার ১৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন আক্রান্ত ১ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩৪ জন।