Thank you for trying Sticky AMP!!

করোনায় ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪৪

করোনাভাইরাস। প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্ত মানুষের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৪ জন।

আজ শনিবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি নমুনা। এর আগের দিন ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা।

এ নিয়ে দেশে ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন। ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ১০ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৬৬ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩৪ জন।

৮ মার্চ দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।