Thank you for trying Sticky AMP!!

২৯ বছর পর আসছে ডাকসু ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন হয়ে গেল। ডাকসু নির্বাচনের পর ডাকসুর ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাও প্রকাশিত হতে যাচ্ছে। অর্থাৎ দীর্ঘ ২৯ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ডাকসু প্রকাশিত ত্রৈমাসিক ডাকসু সাহিত্য পত্রিকা।

ডাকসুর ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায় ৬০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সাহিত্যকর্ম স্থান পাবে। বাকি অংশে দেশের প্রথিতযশা সাহিত্যিকেরা লিখবেন। পত্রিকাটি ম্যাগাজিন আকারে আগামী জুন মাসের প্রথম অর্ধে প্রকাশিত হবে। পত্রিকায় প্রকাশের জন্য অনধিক ৪০০ শব্দের মৌলিক এবং অপ্রকাশিত প্রবন্ধ, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া প্রকাশিত হবে। ২৫ মে দুপুর ১২টার মধ্য লেখা পাঠাতে হবে। লেখা ডিজিটাল ফরম্যাটে পাঠানোর সময় বিজয় ফন্ট অথবা পিডিএফ ভার্সনে পাঠাতে হবে।

ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সহকারী রেজিস্ট্রারের কক্ষ অথবা DUCSULITERATURE@gmail.com এ লেখা পাঠানো যাবে।