Thank you for trying Sticky AMP!!

৬০তম আইএমও: বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা

৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা হয়েছে। ছবি: সংগৃহীত

এ বছরের ১০–২২ জুলাই ইংল্যান্ডের বাথে অনুষ্ঠিত হবে ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এ জন্য জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। বাংলাদেশ দলের সদস্যরা হলেন এম আহসান-আল-মাহীর (এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা), সৌমিত্র দাস (সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর), আহমেদ ইত্তিহাদ হাসিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো. মারুফ হাসান রুবাব (ময়মনসিংহ জিলা স্কুল), দেওয়ান সাদমান হাসান (সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা), মাশরুর হাসান ভুঁইয়া (নটর ডেম কলেজ, ঢাকা)।

ছয় প্রতিযোগীর দলনেতা হিসেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান যাবেন। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে যাবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক মো. বায়েজিদ ভূইঁয়া, একাডেমিক সমন্বয়ক আহমেদ জাওয়াদ চৌধুরী ও সহ একাডেমিক সমন্বয়ক তামজিদ মোর্শেদ রুবাব।

চলতি বছরের আইএমওর জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে প্রথমে ৬৬ বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাছাইপর্বের বিজয়ীদের নিয়ে ১২টি শহরে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ১ ও ২ মার্চ ২০১৯ ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিন জাতীয় পর্ব। জাতীয় গণিত উত্সবের বিজয়ীদের মধ্য থেকে ধারাবাহিক ক্যাম্পের মাধ্যমে জাতীয় দল নির্বাচন করা হয়।

আইএমও সাইটের লিংক

এ বছরের ১০-২২ জুলাই ইংল্যান্ডের বাথে অনুষ্ঠিত হবে ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, এই উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও ব্যবস্থাপনা করে প্রথম আলো।