Thank you for trying Sticky AMP!!

'অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস নিন'

খাগড়াছড়ির দীঘিনালায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের নিচে মানবতার ঘর নামে সেবামূলক কার্যক্রম চালু করে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: পলাশ বড়ুয়া

‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করুন’—স্লোগানে খাগড়াছড়ির দীঘিনালায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে চালু করা হয়েছে মানবতার ঘর। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের নিচে সড়কের পাশে মানবতার ঘর যৌথভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্লাহ।

সরেজমিনে দেখা যায়, সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের নিচে গিয়ে কাঠ ও সবুজ রঙের ঢেউটিন দিয়ে মানবতার ঘরটি তৈরি করা হয়েছে। ঘরের সামনে লেখা ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান, প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করুন’। ঘরের ভেতরে পুরুষ, নারী ও শিশুদের বিভিন্ন কাপড়চোপড় টাঙানো। লোকজন কৌতূহল নিয়ে এর কার্যক্রম সম্পর্কে জিজ্ঞেস করছে।

মো. রাজু, শাহ আলম, শান্তি রঞ্জন চাকমাসহ কয়েকজন জানান, তাঁরা এমন কার্যক্রম এই প্রথম দেখেছেন। এটি খুবই ভালো উদ্যোগ। হয়তো গরিব ও দুস্থ লোকজন দিনের বেলায় লোক লজ্জায় এখান থেকে কিছু নিবে না। কিন্তু লোকচক্ষুর আড়ালে ঠিকই নেবে। গরিব ও দুস্থদের জন্য খুবই উপকার হয়েছে।

যুব রেড ক্রিসেন্টের সাবেক দীঘিনালা যুব প্রধান সুমন চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা মানবতা আর মানবিকতার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করি। সমাজে অনেক পিছিয়ে পড়া মানুষ রয়েছে। কিন্তু আমরা মানবিকতা নিয়ে তাঁদের পাশে কেউ দাঁড়াই না। সমাজের চোখ খুলে দেওয়ার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। সবার উচিত হবে মানবতা আর মানবিকতা নিয়ে গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানো।’

ইউএনও মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘যুব রেড ক্রিসেন্ট মানবতার ঘর নামে যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আমরা যারা স্বাবলম্বী তাঁদের প্রত্যেকের প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় জিনিস থাকে। সেগুলো যদি আমরা মানবতার ঘরে রেখে যাই, সেগুলো কারও না কারও প্রয়োজন ও উপকারে আসবে।’

এর আগে সকালে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এর পর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। যুব রেড ক্রিসেন্টের সাবেক দীঘিনালা যুব প্রধান সুমন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা ও প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।