Thank you for trying Sticky AMP!!

'ওনারা যদি পার্লামেন্টকে অবৈধ মনে করেন, তাহলে আসলেন কেন?'

আনিসুল ইসলাম মাহমুদ । প্রথম আলো ফাইল ছবি

জাতীয় সংসদকে ‘অবৈধ’ বলায় বিএনপির সাংসদদের সমালোচনা করেছেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, এই সংসদে দাঁড়িয়ে কেউ জাতীয় সংসদকে অবৈধ বলতে পারে না। এ ব্যাপারে জাপার জ্যেষ্ঠ সাংসদ স্পিকারের রুলিং চেয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।

আনিসুল ইসলাম বলেন, ‘এই পার্লামেন্টে দাঁড়িয়ে কেউ বলতে পারে না—এই পার্লামেন্ট অবৈধ। মাননীয় স্পিকার, আমি এ বিষয়ে আপনার কাছে রুলিং চাই। তাঁরা কেন এই সংসদকে অবৈধ বললেন, তার জন্য রুলিং দিতে হবে। এ বিষয়ে রুলিং দেওয়া উচিত বলে মনে করি।’

বিএনপির সংসদ সদস্যদের ‘সংসদকে অবৈধ’ আখ্যায়িত করার প্রসঙ্গ টেনে সাবেক মন্ত্রী আনিসুল ‍ইসলাম বলেন, ‘আমাদের দুজন সংসদ সদস্য এই সংসদে দাঁড়িয়ে এই পার্লামেন্টকে অবৈধ বলেছেন। বলেছেন, আমরা কেউ নির্বাচিত হইনি। ওনারা যদি এই পার্লামেন্টকে অবৈধ মনে করেন, তাহলে আসলেন কেন?’

আলোচনায় প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এটি জাতীয় আয়ের ১৩ দশমিক ১ শতাংশ। সমালোচনা করছি না, প্রশ্ন হচ্ছে, এটা আমরা অর্জন করতে পারব কি না, আমাদের সেই সক্ষমতা আছে কি না।’

আনিসুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে যে সংশোধিত বাজেট (২০১৮-১৯) পাস করা হয়েছে, সেখানে ২ লাখ ৮০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩০ মের হিসাব অনুযায়ী ৮৮ হাজার কোটি টাকায় আদায় বাকি রয়েছে। মাত্র এক মাসের মধ্যে এই বাকি টাকা আদায় করা সম্ভব হবে না। এটাই বড় উদাহরণ যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না। কারণ, সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। সক্ষমতার অভাব অর্থমন্ত্রী স্বীকার করেছেন।’

সাংসদ বলেন, ‘কর আদায়ে মূল্যবোধের জায়গাটা আগে ঠিক করতে হবে। আমাদের টেন্ডেসি হচ্ছে যাঁরা কর দিচ্ছেন, তাঁদের থেকে আরও বেশি কর আদায় করা। কতগুলো সেক্টর রয়েছে, যার ওপর বারবার কর বাড়ানো হয়। অথচ এটিকে বিস্তৃত করা হয় না। বাজেটে বলা হয় ট্যাক্সনেট বাড়ানোর কথা, কিন্তু বাস্তবে তা দেখা যায় না।’

সঠিক নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন আনিসুল ইসলাম মাহমুদ।