Thank you for trying Sticky AMP!!

'ওপেন হেরিটেজ সপ্তাহ' শুরু

পুরান ঢাকায় প্রতিদিনের জীবনে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী নানা স্থাপনা। উপেক্ষিত এই স্থাপনাগুলো রয়েছে হারিয়ে যাওয়ার শঙ্কায়। সবাইকে এসব স্থাপনার প্রতি আগ্রহী করতেই পালিত হচ্ছে ওপেন হেরিটেজ সপ্তাহ-২০১৯। লালকুঠি, বিউটি বোর্ডিং, বুলবুল ললিতকলা একাডেমিতে পারফরম্যান্স, উন্মুক্ত ফোরাম, কর্মশালা, বক্তৃতাসহ বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে এই সপ্তাহ। পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে ইউরোপীয় ইউনিয়নের জাতীয় ইনস্টিটিউট ফর কালচার এ কর্মসূচি শুরু করে। আয়োজনটি আজ শুক্রবার শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকেরাও।
‘অস্তিত্বের সংকট’ পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেন জুবলী দেওয়ান
বিউটি বোর্ডিংয়ের উন্মুক্ত স্থানে শিল্পকর্ম প্রদর্শন
লালকুঠিতে পেইন্টার পাপ্পুর শিল্পকর্ম
বুলবুল ললিতকলা একাডেমিতে পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
লালকুঠি প্রাঙ্গণে ‘পুনর্নির্মাণ’ শীর্ষক শিল্পকর্ম
পরিবারের সঙ্গে প্রদর্শনী দেখতে এসেছে এক শিশু