Thank you for trying Sticky AMP!!

'ও আমার কবুতর, তুই কনে চলে গেলি'

সড়ক দুর্ঘটনায় একমাত্র সন্তান সাব্বিরকে হারিয়ে মা আফরোজা বেগমের আহাজারি। ছবি: দিলীপ মোদক

‘ও আমার কবুতর তুই কনে চলে গেলি’—বনভোজনের গাড়ি দুর্ঘটনায় একমাত্র সন্তান সাব্বিরকে (৬) হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন মা আফরোজা বেগম। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানহারা মায়ের আহাজারিতে উপস্থিত সবার চোখ ভিজে যাচ্ছিল।

সাতক্ষীরা সদরের বাউখোলা গ্রাম থেকে বনভোজনের গাড়ি খুলনা হয়ে মোংলা যাচ্ছিল। আজ সোমবার সকাল আটটার দিকে কেশবপুর উপজেলার শ্রীরামপুর সাহাপাড়া এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে। আনন্দ রূপ নেয় বিষাদে। গাড়ির মধ্যে ৪৩ জন যাত্রী ছিল। এ দুর্ঘটনায় সাব্বির নিহত হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন আহত অবস্থায় ভর্তি আছে। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীন।

গাড়িতে থাকা এক যাত্রী সুজন হোসেন বলেন, একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের পুকুরের মধ্যে পড়ে যায়। কেউ কেউ বেরিয়ে আসতে পারলেও বেশির ভাগ যাত্রী আটকা পড়ে। এলাকাবাসী দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করে।

নিহত শিশুর নাম সাব্বির হোসেন। সে সাতক্ষীরা সদরের বাউখোলা গ্রামের কামরুজ্জামানের ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গাড়িটি এখনো পানির মধ্যেই আছে। সেখানে কেউ আটকে আছে কি না, তা বলা যাচ্ছে না। গাড়ির চালক পলাতক। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হবে।