Thank you for trying Sticky AMP!!

'ফুটবল গলি'তে বিশ্বকাপ উম্মাদনা

ফুটবল বিশ্বকাপে নেই বাংলাদেশ। তাতে কী? ফুটবলের বিরাট সমর্থক গোষ্ঠী আছে এ দেশে, যারা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিসহ বিভিন্ন দলের অন্ধ সমর্থক। বিশ্বকাপ নিয়ে এ দেশে উন্মাদনা কম নয়। প্রতিবার বিশ্বকাপ ফুটবলের সময় তাই বিভিন্ন সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠানের। পুরান ঢাকার কলতা বাজারে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ার্ল্ড কাপ গোল-ই ফেস্ট-২০১৮’ নামে এক বর্ণাঢ্য আয়োজন। দিনভর গ্রাফিতি, স্ট্রিট আর্ট, ফুটবল ও সাইকেল স্ট্যান্ট, রং খেলা, নাচ এবং গানে গোল-ই ফেস্ট উপভোগ করেন এলাকাবাসী। ২০১৪ সালের ব্রাজিলের বিশ্বকাপে এ আয়োজনের পর থকে এ পুরান ঢাকার এ গলির নাম ‘ফুটবল গলি’ হিসেবে পরিচিত পায়। এবার জানালা বাংলাদেশ, ইআরকি ও থাউজেন্ট মাইলস ক্লাব বাংলাদেশের সহযোগিতায় শনিবার দিনভর এ আয়োজন হয়। এই আয়োজনের ছবি তুলেছেন ফটো সাংবাদিক দীপু মালাকার।

ফুটবল নিয়ে স্ট্যান্ট করছে স্থানীয় এ শিশু।
‘ফুটবল গলি’র একটি বাড়ির দেয়ালে পেইন্টিং করছে আয়োজক সংগঠনের কর্মীরা।
ফুটবল স্ট্যান্টের পেশাদার এক ব্যাক্তির কসরত দেখে মুগ্ধ দর্শনার্থীরা।
বিভিন্ন লেখাসহও দেয়ালে পেইন্টিংও করা হয়েছে।
কলতা বাজারের এ গলির অনেকগুলো বাড়িতেই রং করা হয় ।
আয়োজকদের সঙ্গে স্থানীয়রাও মেতেছিল আবীর খেলায়।
‘ফুটবল গলি’তে ফ্লাশ মবে আয়োজক সংগঠনের কর্মীরা।
আনন্দ উত্তেজনায় মেতেছিল সবাই।
সাইকেল স্ট্যান্ট দেখছে এলাকাবাসী।
পাখির ডানা আঁকছিল একজন।
২০১৪ সালে এ আয়োজনের পর থকে পুরান ঢাকার এ গলির নাম ‘ফুটবল গলি’ হিসেবে পরিচিত পায়।
দিনভর এ আয়োজনে বিভিন্ন বয়স ও গোষ্ঠীর মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করে ফুটবলের উন্মাদনায় মেতে উঠে।