Thank you for trying Sticky AMP!!

'ভোটার হব, ভোট দিব' স্লোগানে ১ মার্চ প্রথমবারের মতো পালিত হবে 'জাতীয় ভোটার দিবস'

১ মার্চ প্রথমবারের মতো পালিত হবে ‘জাতীয় ভোটার দিবস’। ‘ভোটার হব, ভোট দিব’ এই স্লোগান সামনে রেখে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে নির্বাচন ভবনসহ সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত বছরের ২ এপ্রিল ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছর ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

ভোটার দিবসে কেন্দ্রীয়ভাবে এবং মাঠপর্যায়ে কর্মসূচির আয়োজন হবে। কেন্দ্রীয়ভাবে ভোটার দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন পর্যন্ত শোভাযাত্রা হবে। বিকেলে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা।