Thank you for trying Sticky AMP!!

'মোদিকে আনা হলে ছাত্রসমাজ কথা বলবে'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজের (স্টুডেন্টস অ্যাগেইনস্ট ফ্যাসিজম) ব্যানারে এ সমাবেশ হয়। ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে না আনার জন্য আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। তারা মোদির প্রতিও আহ্বান জানিয়েছেন মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানানো হয়। ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজের (স্টুডেন্টস অ্যাগেইনস্ট ফ্যাসিজম) ব্যানারে এ সমাবেশ হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের কাঁঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ভাস্কর্য চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এক শিক্ষার্থী বলেন, সাম্প্রদায়িক মোদিকে যদি অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আনা হয়, তাহলে তা হবে বাঙালি জাতির জন্য অসম্মানের, মুক্তিযুদ্ধের জন্য অসম্মানের। মুজিব শতবর্ষে বাংলাদেশে যদি নরেন্দ্র মোদিকে আনা হয়, তাহলে ছাত্রসমাজ অবশ্যই কথা বলবে।

সমাবেশে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘ভারতীয় উগ্র ধর্মান্ধ জঙ্গিগোষ্ঠী কর্তৃক সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলায় প্রতিবাদ জানাচ্ছি। মোদি সরকারের শাসনামলে এ পর্যন্ত অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহান মাহমুদ বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি করা মোদিকে বাদ দিয়ে যেকোনো অসাম্প্রদায়িক ভারতীয়কে আনার জন্য আহ্বান জানাচ্ছি।’