Thank you for trying Sticky AMP!!

অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি ও ইউটিউব চ্যানেল নিয়ে ডিসিদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ

জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে নিজ মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে তিনি সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু জানান।

তথ্যমন্ত্রী বলেন, জেলাপর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেল আছে। এগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়, অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয় এবং বিভ্রান্তি ছড়ানো হয়। এগুলো চ্যালেঞ্জ।

১২টি আইপি টিভি নিবন্ধিত বলে ডিসিদের জানানো হয়েছে বলেন তথ্যমন্ত্রী। এ ছাড়া ১৭০টির কিছু বেশি অনলাইন পোর্টাল ও আরও ১৭০টির কিছু বেশি পত্রিকার অনলাইন পোর্টাল এবং ১৫ থেকে ১৬টির মতো টিভির অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো নিবন্ধনবিহীন বলে জানান তিনি।

Also Read: আইপিটিভি–ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ডিসিদের বলা হয়েছে বাকিগুলোর (নিবন্ধনবিহীন) কেউ কেউ বিভ্রান্তি, গুজব, এবং অসত্য সংবাদ তৈরি করে, সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। এগুলোর বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, প্রশাসন যেন সঙ্গে সঙ্গে সত্য তথ্য প্রকাশ করে।