Thank you for trying Sticky AMP!!

শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে সেন্ট জ্যাকব স্কুলের শিক্ষার্থীরা। ঢাকা, ২ এপ্রিল

অসহায় মানুষের মধ্যে সেন্ট জ্যাকব স্কুলের শিক্ষার্থীদের খাদ্য বিতরণ

তিন শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জ্যাকব স্কুলের শিক্ষার্থীরা। মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

আজ মঙ্গলবার স্কুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরই তারা এ ধরনের আয়োজন করে থাকে।

আজ দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় মানুষদের প্রত্যেকের হাতে একটি করে ব্যাগ তুলে দেয় শিক্ষার্থীরা। সেই ব্যাগে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই। শিক্ষার্থীদের অভিভাবকেরাও তখন উপস্থিত ছিলেন। এ সময় সেন্ট জ্যাকব স্কুলের অধ্যক্ষ ওয়াটসন হালদার, উপাধ্যক্ষ সুরভি বালাসহ অন্যরা উপস্থিত ছিলেন।