Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর

আদালত অবমাননা: ব্যাখ্যা জানাতে নুরুল হককে হাইকোর্টে তলব

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রেক্ষাপটে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১৭ জানুয়ারি তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার স্বতঃপ্রণোদিত রুলসহ এ দেন।

এর আগে নুরুল হকের দেওয়া বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুয়ায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল। কালীপদ মৃধা প্রথম আলোকে বলেন, হাইকোর্ট নুরুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।